জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ার পাতাকাটায় জাফর আহমেদ ডিজিটাল লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর (সোমবার) সকাল ১০ টায় লাইব্রেরীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান ও মঠবাড়িয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ. এম.জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফর আহম্মেদ, ইতিহাসবিদ অধ্যক্ষ মোঃ নুরমোহাম্মদ, মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন খান,বাশঁবুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হামিদ সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ জ্ঞানী গুনী ব্যক্তিবর্গ ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথির সফর সঙ্গী সহকারী কমিশনারবৃন্দ।
প্রধান অতিথি বলেন, লাইব্রেরী জাতির জ্ঞান বিতরণের শ্রেষ্ঠ বাতিঘর।যে জাতি যত বেশি সভ্য ও উন্নত, সে জাতি তত সমৃদ্ধ লাইব্রেরীর অধিকারী। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান আহরণের বিকল্প নেই।জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করতে বেশি করে বই পড়তে হবে।তিনি উক্ত লাইব্রেরীকে আরো আধুনিকায়নের উপর জোর দেন এবং একটা স্মার্ট টিভি দেয়ার প্রতিশ্রুতি দেন। সভা শেষে তিনি লাইব্রেরীর সদস্যদের হাতে বই তুলে দেন।