নেতাজীর স্মৃতিসৌধ তৈরি করা হোক, এই দাবি নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা

দুর্গাপুর: দিল্লির রাজপথে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিসৌধ তৈরি করার আবেদন নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন নেতাজী সুভাষ চন্দ্র মেমোরিয়াল কমিটির সদস্যরা।

সদস্যরা এদিন ডেপুটেশনের মাধ্যমে দাবি তোলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একজন স্বাধীনতা সংগ্রামী দেশের একজন  নায়ক। তাঁকে দেশের মানুষ যতটুকু সম্মান দিয়েছে তা যথেষ্ট নয়,  এমনটাই মনে করেন তাঁরা। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্মৃতিসৌধ একটি স্মারক দিল্লির বুকে তৈরি করা হয়েছে। যেমন দিল্লির রাজপথে গান্ধীজীর স্মৃতিসৌধ তৈরি করা আছে, ঠিক তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্মৃতিসৌধ তৈরি করা হোক, এমনটাই দাবি তুলেছেন তাঁরা।

Latest articles

Related articles