ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলকে রাফাহ শহরে প্রবেশ না করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিলেও সেটি উপেক্ষা করেই মঙ্গলবার হামলা চালানোর ঘোষণা দিলেন নেতানিয়াহু।
রাফাহ তুলনামূলকভাবে গাজায় নিরাপদ এলাকাগুলোর একটি রাফাহ। সেখানে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।