উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে ১০০টি আসনে প্রার্থী দেবে মিম

আগামী ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এরই মাঝে আসন নিয়ে বড় ঘোষণা করলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তিনি জানান , আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেবে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন দল। এর পাশাপাশি বসপা নেত্রী মায়াবতীর সঙ্গে জোট বাঁধার প্রসঙ্গে তিনি বলেন , ‘আমি নির্বাচন নিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট করে দিতে চাই।

প্রথমত , আমরা ঠিক করেছি ১০০ টি আসনে প্রার্থী দেওয়া হবে। ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়ত , আমরা ওম প্রকাশ রাজভরের সমর্থনে রয়েছি। তৃতীয়ত , নির্বাচন বা জোট নিয়ে কোনও কথা হয়নি।’

Latest articles

Related articles