মালদা:- ভরা গঙ্গায় নৌকা উলটে মৃত তিন ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। আজ মৃতদের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তাঁরা। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেচ প্রতিমন্ত্রী। আজ জল ভেঙেই বন্যা কবলিত কালিয়াচক ৩ নম্বর ব্লকের চর সুজাপুর গ্রামে যান মন্ত্রী সহ জেলা তৃণমূলের দুই শীর্ষনেতা।
গত বুধবার চরের জমিতে পাট কাটতে যাওয়ার সময় গঙ্গায় নৌকা উলটে তলিয়ে যান কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর গ্রামের অর্জুন মণ্ডল পাড়ার বাসিন্দা তিন ভাই সুব্রত মণ্ডল (২২), সত্যজিৎ মণ্ডল (১৮) ও সত্যবান মণ্ডল (১৭)। তাঁদের বাবা লক্ষ্মণ মণ্ডলও সেই নৌকায় ছিলেন। তিনি কোনওরকমে সাঁতরে পাড়ে উঠতে পারেন। তাঁর মুখ থেকে সব জেনে স্থানীয় মাঝিরা গঙ্গায় তিন ভাইয়ের তল্লাশিতে নেমে পড়েন। পরে সিভিল ডিফেন্স ও এনডিআরএফ জওয়ানরাও ওই তিন ভাইয়ের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করে। পরদিন তিন ভাইয়ের দেহ উদ্ধার হয়।
আজ বন্যার জল ভেঙে ওই গ্রামে যান সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন সমর মুখোপাধ্যায় ও আবদুর রহিম বকসি। তাঁরা লক্ষ্মণবাবু ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, একই পরিবারের তিন ভাই গঙ্গায় তলিয়ে মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক। ঘটনার পরেই এলাকার বিধায়ক চন্দনা সরকার এখানে এসেছিলেন। আজ আমরাও এখানে এসেছি। আমরা সরকারিভাবে এই পরিবারকে সবরকম সাহায্য করব। পরিবারটি সরকারের তরফে ৬ লক্ষ টাকা পাবে। আমরাও আজ কিছু আর্থিক সহায়তা করেছি। এই পরিবারের একটি ছেলে এখনও জীবিত। আমরা তার জন্যও কিছু করার চেষ্টা করছি।