রাতের অন্ধকারে পানের বরজ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার

এনবিটিভি, নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদহ গ্রামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। তালদহ গ্রামের বাসিন্দা তথা কৃষক গৌর নন্দীর এক বিঘা জমিতে পানের বরজ ছিল। শুক্রবার রাতে দুষ্কৃতীরা পানের বরজটি কেটে নষ্ট করে বলে অভিযোগ। এর জেরে মাথায় হাত পড়েছে ঐ চাষী পরিবারের।

গৌর নন্দী আক্ষেপ করে বলেন, “তারা না পায় ধানের ন্যায্যমূল্য, আর অকাল বৃষ্টিতে নষ্ট হয় ফসল, সেমত সরকার থেকে না পায় ঋণ। যেটুকু তাদের সম্বল ছিল সেটুকুও কেউ নষ্ট করে দিল।“

এক বিঘা জমিতে এই পানের বরজ দিয়েই সংসার চালাতেন কৃষক গৌর নন্দী। এমত পরিস্থিতিতে এখন কি করবে ওই চাষী পরিবার তা নিয়ে চিন্তায় মুষরে পড়েছেন সকলে। থানায় অভিযোগ করলে পাবেনা কী তারা সুরাহা এমনই প্রশ্ন চাষিদের। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Latest articles

Related articles