সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভিঃ সংবাদ মাধ্যমের জের, কালকের শান্তিপুরে হওয়া গঙ্গার ফাটল পরিদর্শনে এলেন শান্তিপুরের বিধায়ক বজ্রকিশোর গোস্বামী। গতকাল শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট ও গোবর চোর এলাকায় গঙ্গার পাড়ে নতুন করে ফাটল দেখা যায়, যার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
এরপর এলাকাবাসী প্রশাসনকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলে। এবং বিভিন্ন সংবামাধ্যমে প্রচার হতে থাকে খবরটি আর তার জেরেই সেই ফাটল পরিদর্শন করলেন ওই অঞ্চলের বিধায়ক বজ্রকিশোর গোস্বামী। ফাটল পরিদর্শনের মধ্য দিয়ে বিধায়ক জানান, এর আগে তিনি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি এই বিষয়ে আশ্বস্ত করেছেন। কিন্তু ধাপে ধাপে যে ভাবে গঙ্গার তীরবর্তী এলাকায় ফাটল দেখা দিচ্ছে তা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছ এলাকাবাসীদের মধ্যে।
গঙ্গার তীরবর্তী এলাকার মানুষজনদের দাবী প্রশাসন থেকে যেন অবিলম্বে পাকা বাঁধ বানিয়ে দেওয়া হয়, নয়তো তাদের ভিটেমাটি ছাড়া হতে হবে তলিয়ে যাবে বিঘার পর বিঘা জমি। বিধায়ক বজ্রকিশোর গোস্বামী তাদের পাশে থাকার আশ্বস্ত করেন এই বিষয়ে উচ্চতর প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানান।