মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে গুগল লগ্নি করল ৭৫ হাজার কোটি টাকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200713-WA0074

এনবিটিভি ডেস্ক: ভারতে ৭৫ হাজার কোটি টাকার লগ্নি করার কথা জানাল গুগল। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে এই বিনিয়োগ হবে। গুগলেক সিইও সুন্দর পিচাই সোমবার জানিয়েছেন, শেয়ারে লগ্নি, অংশীদারি এবং পরিকাঠামো ও পরিবেশ ব্যবস্থায় এই বিনিয়োগ করা হবে। এটাই ভারতের ডিজিটাল অর্থনীতিতে গুগলের আস্থারই এটা প্রমাণ।

এই বিনিয়োগ ভারতে বহনযোগ্য ডিজিটাল সুবিধা, ভারতীয় ভাষায় তথ্যের যোগানেই জোর দেওয়া হবে। ভারতের প্রয়োজন অনুসারে নতুন নতুন জিনিস ও পরিষেবা আনাও এর লক্ষ্য। কৃষি, স্বাস্থ্য, শিক্ষায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রয়োগ করা হবে। ভারতের অনলাইনে বিপুল অগ্রগতি গুগলকে আগ্রহী করেছে।

পিচাই বলেন, ২০০৪ সালে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে প্রথম অফিস খুলে কাজ শুরু করেছিল গুগল। এখন গ্রামাঞ্চলেও ইন্টারনেটের প্রসার হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর