মোদি সরকার হৃদয়হীন অপদার্থ, ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে জনপ্রিয়তা দিয়ে,বিস্ফোরক নির্মলার স্বামী

নিউজ ডেস্ক : করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মোদি সরকারের ব্যর্থতার ব্যাপারে সমালোচনা দেশ-বিদেশে সব জায়গাতেই হচ্ছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা-নেত্রীরা সবাই প্রশ্ন তুলছেন এই সংকট কালীন অবস্থা মোকাবিলায় মোদি সরকারের অদূরদর্শিতার ব্যাপারে। এবারে বেশ কড়া ভাষায় একই রকম সমালোচনা শোনা গেল ঘরের লোকের মুখে। মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর স্বামী পরাকল প্রভাকর মোদি সরকারকে অদূরদর্শী এবং অদক্ষ বলে আক্রমণ করলেন স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দেওয়ার জন্য। তিনি আরো অভিযোগ করেন এই সরকার জনপ্রিয়তা এবং বাকপটুতা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার বৃথা চেষ্টা চালাচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যুকে শুধুমাত্র সংখ্যা হিসেবে দেখানো হচ্ছে কিন্তু এর পিছনে অসংখ্য স্বজনহারাদের কাতর শোকোতুর মুখগুলি আড়াল করা হচ্ছে সুকৌশলে।

তিনি আরো বলেন, “দেশে বর্তমানে জরুরি অবস্থা চলছে কিন্তু মোদি সরকারের হুঁশ নেই।” এই সরকার জনগণের কষ্টের ব্যাপারে উদাসীন এবং হৃদয়হীন বলেও তিনি মন্তব্য করেন।

প্রভাকর মোদিকে মনে করিয়ে দিয়েছেন,”মারণ ভাইরাস রুখতে হলে দেশের ৭০ শতাংশ মানুষকে প্রতিষেধক দিতে হবে। অন্তঃসত্ত্বা ও শিশুদের বাদ দিয়েও সংখ্যাটা প্রায় ৭০ কোটি। সেটার জন্য প্রয়োজন ১৪০ কোটি টিকার ডোজ। সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে, পুরো দেশে করোনা মুছতে না পারলে দেশের কোনও প্রান্তেই এটা আটকানো যাবে না।” নির্মলার স্বামীর সাফ কথা, সরকার কোভিডের ভয়াবহতা বুঝতেই পারছে না। ভাইরাস মোকাবিলার থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বেশি হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর জনপ্রিয়তা আর বাকপটুতা দিয়ে সরকারের হৃদয়হীনতা আড়াল করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া পরামর্শ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে ‘অভব্য ও বদমেজাজি’ প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রভাকর।

Latest articles

Related articles