শিমুল আলী
স্টাফ রিপোর্টার নাটোরঃ-
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে লালপুর থানা পুলিশের আয়োজনে বনজ, ফলদ ও ঔষুধি গাছের প্রায় ৭শতাধিক চারা রোপনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই-২০২০) নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায় লালপুর থানা পুলিশের আয়োজনে লালপুর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজার নেতৃত্বে থানা চত্ত্বরে ও এর আশপাশের এলাকায় প্রায় ৭শতাধিক গাছের চারা রোপনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি (তদন্ত) মো. ফজলুল রহমান সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা মহদয়ের নির্দেশনায় থানা চত্ত্বরসহ এর আশপাশের এলাকায় প্রায় ৭শতাধিক গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়।