এনবিটিভি ডেস্ক: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি মঠতলায় দিনদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়।
বাড়ির মালিক মলয় ঘোষ জানিয়েছেন, গত শুক্রবারের দিন রামপুরহাটে আত্মীয় বাড়ি বেড়াতে যাই স্বপরিবারে তারা, আজ আত্মীয় বাড়ি থেকে ফিরে তারা দেখতে পায় তাদের বাড়ির দরজার তালা ভাঙ্গা এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়িতে। পরিবারের লোকেদের অনুমান, অনুমান করছে চল্লিশটি কাসার থালা এবং চল্লিশটি কাঁসার বাটি এবং কিছু রুপোর গয়না চুরি যায় তাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে চোর তবে আলমারি ভাঙ্গার চেষ্টা করলেও চোর আলমারি না ভাঙতে পারায় সোনার গয়না বা টাকা-পয়সা সেরকম চুরি যায়নি। তবে সব মিলিয়ে লাখ খানেক টাকার জিনিস পত্র চুরি গেছে বলে অনুমান করছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর কান্দি থানায় দেয়া হলে কান্দি থানার বিশাল পুলিশবাহিনী ছাতিনাকান্দি মঠতলা এলাকায় গিয়ে এলাকা পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। তবে দিন দুপুরে এই চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ছাতিনাকান্দি মঠতলা এলাকায়।