
তৃণমূলের প্রাক্তন নেতা এবং বর্তমান বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর বিদ্বেষমূলক মন্তব্যে রুষ্ট সংখ্যালঘু সহ বিরোধী রাজনৈতিক দলেগুলির একাংশ। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, এক সাংবাদিক সম্মেলনে আসন্ন ২৬ বিধানসভা ভোটের উদ্দেশ্যে মন্তব্য করতে গিয়ে বলেন, আসন্ন নির্বাচনে তিনি অনায়াসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পারবেন। তিনি ওই সাংবাদিক সম্মেলন থেকে আরো জানান, “ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে, পশ্চিমবঙ্গ বিজেপি সংখ্যালঘুদের সম্বন্ধে ঠিক কোন মনোভাব পোষণ করে তা সম্পূর্ণরূপে পষ্ট হচ্ছে। সর্বোপরি বিজেপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের ঠিক কি পরিণতি হতে পারে তা ভেবেই মাথা থেকে ঘাম ঝরতে শুরু করেছে বাংলায় উপস্থিত সকল সংখ্যালঘু মা বোনেদের। অপরদিকে বর্তমান রাজ্য সরকারের রক্ত চক্ষুর মধ্যে পড়তে হচ্ছে শিক্ষিত ও মার্জিত সংখ্যালঘু তরুণ প্রজন্মদের। কাজেই পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা এখন শাখের করাতের মতো।
অপরদিকে, সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক মন্তব্য করার জন্য, বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় এফআইআর দায়ের করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। কংগ্রেস নেতার বক্তব্য, শুভেন্দু অধিকারীর বক্তব্যে বিদ্বেষমূলক বার্তা ছড়াচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে। এর জন্য অবিলম্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। এফ আই আর করার পরেও এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তার করলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।