নাটোরের ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ীর মৃত্যু

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ ছিনতাইকারীর হামলায় অরুণ শর্মা(৬০) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশহিী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। অরুণ শর্মা নলডাঙ্গা পৌর এলাকার সোনাপাতিল মহল্লার মৃত কালীমোহন শর্মার ছেলে।

পুলিশ ও অরুণ শর্মার পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নলডাঙ্গা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী অরুণ শর্মা ব্রিজ থেকে নামার সময় পিছন দিক থেকে ছিনতাইকারীরা শক্ত কোন একটা কিছু দেখে দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী সেখানে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধিন অবস্থায় অরুণ শর্মার মৃত্যু হয়।

Latest articles

Related articles