সেভ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচির প্রচারে মালদহের মোথাবাড়ীতে অনুষ্ঠিত হল বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা

এনবিটিভি, মালদা : রাজ্য সরকার দ্বারা পরিচালিত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে দুমাস ধরে। আর এই কর্মসূচির একটি অংশ খুদে বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল মালদহের মোথাবাড়ি থানায়। এই দিন বসে আঁকো প্রতিযোগিতাটি বৃহস্পতিবার বিকেলে শুরু হয়, প্রতিযোগিতায় মোথাবাড়ি এলাকার খুদে খুদে বাচ্চারা অংশগ্রহণ করেন।

এদিনই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের ভিডিও সাহেব রমাল সিং বির্দী, ছিলেন মোথাবাড়ি থানার ওসি মিনাল চ্যাটার্জি থেকে শুরু করে মোথাবাড়ি থানার সমস্ত পুলিশ অফিসের কর্মকর্তারা। এদিন এই প্রতিযোগিতায় নিজের ইচ্ছা মত ছবি আঁকতে দেওয়া হয় বাচ্চাদের, প্রতিযোগিতায় জয়ী ছাত্র-ছাত্রীদের ট্রফি হাতে তুলে দেওয়া হয় মোথাবাড়ি থানার পক্ষ থেকে।

Latest articles

Related articles