অভিযোগের ২৪ঘন্টার মধ্যে কিশোরীকে উদ্ধার করল নিউ জলপাইগুড়ি পুলিশ

শিলিগুড়ি: মঙ্গলবার অর্থাত্‍ ১০ই আগস্ট নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শীতলা পাড়া থেকে ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে বুধবার কিশোরীর পরিবারে পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৪ ঘন্টার মধ্য অর্থাত্‍ বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরী সহ বিশ্বজিত্‍ রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত বিশ্বজিতের বাড়ি মাটিগাড়ার বেদবস্তি এলাকায় বলে খবর। পরবর্তীতে পুলিশ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অভিযুক্ত বিশ্বজিত্‍ রায় তাকে ফুসলিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এই মর্মে কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণের মামলা করা হয়। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অন্যদিকে, ঘোষপুকুর-ফুলবাড়ী রাস্তায় তিন-চাকা ও গ্যাস বোঝাই ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে আহত একজন। জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি সুপার মার্কেট থেকে মাছ বোঝাই গাড়িটি বিধাননগরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় কান্দিভিটা এলাকায় ক্রসিং নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ছোট গাড়ির চালককে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। যার ফলে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রাস্তা বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ঘোষপুকুর ফাঁসিদেওয়া ট্রাফিক গার্ডের ওসি ও ফাঁসিদেওয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

 

Latest articles

Related articles