নেই কয়লা সঙ্কট, অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ! বলছেন বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং

এনবিটিভি ডেস্কঃ  কয়লা সঙ্কট নিয়ে ক্রমেই আতঙ্ক বাড়ছে গোটা দেশজুড়ে। কিন্তু কেন্দ্রের দাবি, কোনও সঙ্কটই নাকি নেই, অহেতুক আতঙ্ক তৈরি করছে বিরোধীরা। এমনকী রবিবার সকালেই ফের জোর দিয়ে একথা বলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজ কুমার  সিং । তাঁর  স্পষ্ট দাবি “আমাদের কাছে পর্যাপ্ত শক্তি আছে।অজথা আতঙ্ক হওয়ার কোনো মানে হয় না ।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজ কুমার  সিং

 

Latest articles

Related articles