
অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের গায়ক মাঈনুল আহসান নোবেলকে। সূত্রের খবর, রাত্রিবেলা ডোমরা থানায় ফোন আসে। এই ফোনের উপর ভিত্তি করে, ডোমরা থানার ওসি মাহমুদুল হাসান পুলিশ ফোর্স সহ পৌঁছে যান ডোমরা স্টাফ কোয়াটার এলাকায়, এই অঞ্চলেই বসবাস করেন বাংলাদেশের গায়ক নোবেল। জানাযাচ্ছে সোমবার রাত ২ টো নাগাদ পুলিশ পৌঁছায় গায়ক নোবেলের বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করে এক মহিলাকে। ডোমরা থানার ওসি মাহমুদুল হাসান এই গ্রেফতারের খবরকে সুনিশ্চিত করেছেন সংবাদমাধ্যমের কাছে।
খবর পাওয়া যাচ্ছে, ৮ মাস আগে নেশা মুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন গায়ক নোবেল। এছাড়াও বাংলাদেশের এই গায়কের বিরুদ্ধে ছিল একাধিক প্রতারণার অভিযোগ, ছিল একাধিক বিবাহ। অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারির পরে নোবেল অনুতপ্ত হয়ে জানিয়েছেন, “গত কয়েক বছর অনেক ঘটনা ঘটিয়েছি। আগেই বলেছি, এ জন্য আমি দায়ী। নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে যা করেছি, ঠিক হয়নি। মানুষ পছন্দ করেননি। এখন মনে হয়, আমার কাছে যদি টাইম মেশিন থাকত, তা হলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করে নিতাম। কিন্তু, তা আর সম্ভব নয়। ব্যক্তিজীবন, কর্মজীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছি।”