নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে অতিভারি বৃষ্টির পূর্ভাবাস হাওয়া অফিসের

কলকাতাঃ সকাল থেকেই মাঝেমাঝে দু একপশলা বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। তবে নিম্নচাপের অক্ষরেখা এবার সরে যাচ্ছে উত্তরবঙ্গে। ফলে দক্ষিনবঙ্গে যেরকম বৃষ্টির পরিমাণ কমবে, তেমনই উত্তরের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

 

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পরিমান বাড়বে। তেমনই উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতিভারি বৃষ্টি হবে। আগামীকাল ২৭ জুন থেকে শুরু হলেও ৩০ জুনের পর ভারি বৃষ্টিতে পরিণত হবে। ৩ জুলাই পর্যন্ত বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতে। পাশাপাশি, পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির জন্য ধসের সতর্কতার কথা বলা হয়ে আলিপুর আবহাওয়া দফতর থেকে।

Latest articles

Related articles