এনবিটিভি ডেস্ক: মালাদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে বর্তমান পঞ্চনন্দপুর-২ পঞ্চায়েত সদস্যদের মধ্যে বিজেপি থেকে ৪ জন ও অন্যান্য দল থেকে ২ জন পদত্যাগ করে এদিন তৃণমূল পার্টি অফিসে এসে প্রশাসনিকভাবে ঘাসফুলে যোগদান করেন।
পদত্যাগ করা এক বিজেপি সদস্য জানান, তাঁরা বিজেপিতে থেকে মানুষের জন্য কোনও কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।