
গতকাল রাতভর অবিরাম বৃষ্টির জেরে রাস্তায় ধ্বস নেমেছে উত্তর সিকিমে। যার ফলে রাস্তাঘাট বন্ধ, যান চলাচল স্থগিত রাখা হয়েছে। খবর পাওয়া যাচ্ছে ইয়ুমথাং থেকে লাচেনের মধ্যবর্তী রাস্তাঘাট গুলি সমস্ত বন্ধ রাখা হয়েছে। এর ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে পর্যটকরা।