
আবারও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। উত্তর প্রদেশের বালিয়ার বিধায়ক কেতকী সিঙ্গের করা মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। তিনি বালিয়া মেডিকেল কলেজে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। পাশাপাশি, তিনি মুসলিম ছাত্র ও কর্মীদের জন্য পৃথক ভবন তৈরির দাবিও জানিয়েছেন। তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরির চেষ্টার অভিযোগ তুলেছে। বিরোধী দল সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং এই মন্তব্যের সমালোচনা করে বলেছেন যে, বিজেপির লোকরা এমনই দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচক মন্তব্য করে। এমন ব্যক্তিদের জন প্রতিনিধি হওয়ার যোগ্যতা নেই। এমন ব্যক্তিদের বিধানসভায় যাওয়ারও কোনো অধিকার নেই।
সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য ও বিভাজনের রাজনীতি করা বিজেপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে বলে বক্তব্য বিরোধীদের।