নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, এনবিটিভি: আবারো করোনায় আক্রান্ত খন্ডঘোষ।
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের দুই ব্যক্তি।
জানা গেছে, খন্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের অধীন উখরিদ গ্রামের দুই বাসিন্দা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন। মুম্বাই থেকে কিছুদিন আগে বাড়ি ফেরার পর করোনা পরীক্ষার জন্য তাদের লালারস সংগ্রহ করা হয়। এরপর গতকাল ওই দুজনের রিপোর্টে কোভিড ১৯ পজেটিভ আসে। তার পরেই ঐ ব্যক্তিদের চিকিৎসার জন্য দুর্গাপুর সোনোকা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাশাপাশি বীজখাড়া এবং উখরিদ দুটি এই দুটি এলাকা প্রশাসনের পক্ষ সিল করে দেওয়া হয়েছে। এবং এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ নজরদারি চালানো হচ্ছে। আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা দুটি পরিবারের পরিবারের মোট ৯ জন কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।