সুন্দরবন জেলা পুলিশ সুপারের উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন অধিকারিকদের দেওয়া হল সতর্কবার্তা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200601-WA0165

সাইফুদ্দিন মোল্লা, সুন্দরবন, এনবিটিভি: সুন্দরবন জেলার পুলিশ সুপার ভৈভব তিওয়ারির নির্দেশে ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাকদ্বীপ থানায় সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। করোনাকে প্রতিরোধ করতে পুলিশ কর্মীরা কিভাবে কাজ করবে তা নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ারদের সামনে বিস্তারিতভাবে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

উল্লেখ্য, এই সংকটজনক মুহূর্তে জনগণের প্রতি কর্তব্যসমুহ সঠিকভাবে পালনের জন্য পুলিশ কর্মীদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি একথা স্মরণ করিয়ে দেন বিভিন্ন পুলিশ আধিকারিক।

হোম কোয়ারান্টাইনে থাকা প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করতে না পারেন বা হোম কোয়ারান্টাইন চলার সময়ে বাড়ির বাইরে না বেরোতে পারেন তার জন্য যথাযথ দায়িত্ব পালনের জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়।

যদিও এদিন এই কাজ সঠিকভাবে করার জন্য প্রতিটি থানায় একজন নোডাল অফিসার নিয়োগ করা হয় এবং প্রতিটি গ্রামে দায়িত্বপ্রাপ্ত ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরী করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর