মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার বামনাবাদ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ, রাণীনগর সীমান্তবর্তী এলাকা বামনাবাদে অভিযান চালিয়ে বামনাবাদের পূর্ব বিচপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ মাবিউল ইসলাম (২৬) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। সাথে উদ্ধার করেন দু রাউন্ড গুলি, দুটি পাইপ গান।
কি কারণে ওই ব্যাক্তি আগ্নেয়াস্ত্র রেখেছিল, সেই ব্যাপারে তদন্ত করছে পুলিশ। আজ ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠানো হয়।