আব্দুস সামাদ জঙ্গিপুর:- বড়ো সফলতা জঙ্গিপুর জেলা পুলিশের। বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার অন্তর্গত ফারাক্কা ব্যারেজের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ।
সোমবার সন্ধ্যা বেলা ওই অভিযানে ৮টি পিস্তল সহ ১৮৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই ঘটনায় বদুরুজ্জা নামে এক গাড়ি চালক মালদা জেলার কালিয়াচকের এই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এসডিপিও অসীম খান বলেন, বিহার থেকে মালদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই প্রাইভেট গাড়িটি । প্রথমত এই গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে আধুনিক ৭.৬৫ এম এম ৮টি পিস্তল ও ৮ টি ম্যাগাজিন সহ ১৮৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই ঘটনা নিয়ে ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
Related articles