
ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাবে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নীল কেন্দ্রীয় সরকার।জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসরসহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটগুলিকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগো-সহ ভারতীয় বিমানসংস্থাগুলি বিশেষ নির্দেশিকা জারি করেছে।
বিমানসংস্থাগুলির বিবৃতি:
- এয়ার ইন্ডিয়া: জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে বুধবার সকাল ১২টা পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট দিল্লিতে ডাইভার্ট করা হবে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “যাত্রীদের অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।”

- স্পাইসজেট: ধর্মশালা, লেহ, শ্রীনগর ও অমৃতসরে বিমান চলাচল স্থগিতের কারণে পরিষেবা ব্যাহত হতে পারে। যাত্রীদের যাত্রার আগে ফ্লাইটের খবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টিকিট বাতিলের ক্ষেত্রে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।

- ইন্ডিগো: শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। যোধপুর ও বিকানেরে বিমান পরিষেবাও আংশিকভাবে ব্যাহত হয়েছে।

অপারেশন সিঁদুরের পটভূমি:
গত সপ্তাহে পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত (২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিক) হওয়ার পর পাকিস্তান-অধিকৃত অঞ্চলে জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে মধ্যরাতে অভিযান চালায় ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের দাবি, পাকিস্তানের একাধিক সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, ইসলামাবাদ এই হামলাকে “বিনা প্ররোচনায় কাপুরুষোচিত আক্রমণ” আখ্যা দিয়ে জবাবদিহির হুমকি দিয়েছে।
যাত্রীদের জন্য পরামর্শ:
বিমানসংস্থাগুলি যাত্রীদের অনুরোধ করেছে বিমানবন্দরে যাওয়ার আগে অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফ্লাইটের সময় ও গেটের তথ্য নিশ্চিত করতে। এছাড়া, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনাবশ্যক ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।