
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত শুরু করে “অপারেশন সিঁদুর”। অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কর্নেল সোফিয়া কুরেশি। তার সাহসিকতার প্রশংসা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে।
কিন্তু এমন এক সময়ে, কর্নেল সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেকায়দায় পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যারা আমাদের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছে, তাদের নিজেদের সমাজের মেয়েকেই ব্যবহার করে জবাব দেওয়া হয়েছে।” তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইটার হ্যান্ডেলে বলেন, “এটা একজন মহিলার অপমান এবং সেনার অসম্মান।”
অপারেশন সিঁদুরে ভারতের নিশানায় ছিল জইশ ও লস্কর-ই-তৈবার শীর্ষ সন্ত্রাসবাদীরা। এই অভিযানে নিহত হয় জইশ প্রধান মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ। একই সঙ্গে খতম হয় কুখ্যাত জঙ্গি মুদাস্সর খাদিয়ান ওরফে আবু জিন্দাল।ভারতীয় সেনার সাহসিকতায় দেশজুড়ে গর্বের আবহ, তবে রাজনৈতিক বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।