এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভাঙ্গর নিয়ে বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”নওশাদ সাহেবকে বলুন ভাঙড়ের দরজা খুলতে, আমি নিশ্চয়ই যাব। তবে তার আগে ওঁকে বলতে হবে – নো ভোট টু মমতা।”
শনিবার হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তিনি যান আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে। অভিযোগ, দুই জেলাতেই জয়ী বিজেপি প্রার্থীদের উপর হামলা চলছে। তিনি বলেন, “সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার। আহত বিজেপি কর্মীদের সরকারি হাসপাতালে জায়গা হয়নি। তাঁদের জন্য রবিবার একটি বিশেষ মেডিক্যাল টিম পাঠিয়ে চিকিৎসা করানো হবে।”
তিনি আরো বলেন, “ভাঙড়ে যাওয়ার মতো পরিস্থিতি হলে যাব নিশ্চয়ই। তার আগে তো নওশাদ সাহেবদের দরজা খুলতে হবে। তাঁরা তো নিজেদের সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। ওসব ছেড়ে ওঁদের বলতে হবে – নো ভোট টু মমতা। আমরা সেটাই করতে এসেছি। হিন্দু-মুসলমান করতে আসিনি।”