বাসন্তী, এনবিটিভিঃ পানীয় জলের অভাবে ভুগছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর সাধারণ মানুষ। ঠিকঠাক মতন পাচ্ছেনা পানীয় জল।
আর অপরদিকে পানীয় জল নিয়ে ধান চাষ করছে অসাধু ব্যবসায়ীরা। এমনই ঘটনা দিনের পর দিন ঘটছে। পানীয় জলের অভাবে ভুগছে সুন্দরবনবাসী। অপরদিকে পানীয় জল নিয়ে ধান চাষ করছে অসাধু ব্যবসায়ী।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর হরেকৃষ্ণপুর এলাকার ঘটনা। এ বিষয়ে বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মন্ডল বলেন, ঘটনাটি আমার নজরে এসেছে আমি তদন্ত করে দেখছি।
আর এই নিয়ে সরব বাসন্তীর বিজেপি মহল। এমনই দুর্নীতি বাসন্তী দিনের পর দিন করছে শাসক শিবির।