ক্যানিং: রবিবার ক্যানিং থানার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর লঞ্চ ঘাট সপ্তদ্বীপ সংঘের পক্ষ থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে রক্ত সংকট মেটাতে এক রক্তদান শিবিরের আয়োজন করল। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই দিনটা ৬০ জন রক্তদাতা রক্ত দান করলেন।
ক্যানিং মহকুমা হাসপাতালে রক্ত সংকট দেখা দেয়ার ফলে বিভিন্ন সময় ঘুরে যাচ্ছে থালাসেমিয়া রুগী। কখনো বা তাদের রক্তদাতা সঙ্গে করে নিয়ে এসে তবে রক্ত দিলেই রক্ত পাচ্ছে থালাসেমিয়া রোগীরা। সেই রক্ত সংকট মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ রামদাস,মাতলা দুই নম্বর পঞ্চায়েত প্রধান উত্তম দাস সহ এলাকার জনপ্রতিনিধিগন।
রিপোর্ট- চিত্রা ঘোষ।ক্যানিং থেকে।