জৈদুল সেখ, বহরমপুরঃ এসএসসি দূর্নীতির বিরুদ্ধে এবং বেকারদের কাজের দাবিতে বহরমপুরে সভা ও বিরাট মিছিলের আয়োজন করা হল।
এদিন সকালে বহরমপুরের ঋত্ত্বিক সদনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সভা এবং বিরাট মিছিল করা হয়।
উপস্থিত ছিলেন DYFI রাজ্য কমিটির সম্পাদক মিনাক্ষী মুখার্জী, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং জেলা কমিটির সভাপতি সাহাদাত হোসেন সহ নেতৃত্ব ও কর্মী বৃন্দ।
এই আলোচনা সভায় নেতৃত্ব বার্তা দেন,
” আমাদের মানুষের কাছে বিশ্বাস তৈরি করতে হবে। হসপিটালে থেকে শুরু করে শশান ঘাট হোক কিংবা খবর স্থান যে কোনো সমস্যায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। লোকাল কমিটি নেতৃত্বকে আরও বড়ো দায়িত্ব নিয়ে এলাকার প্রত্যেক প্রান্তে যোগাযোগ স্থাপন বাড়াতে হবে। “