
সিরিয়ায় গত ২দিন ধরে চলা গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। গতবছর ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই, বহু-গোষ্ঠী ও বহু-সম্প্রদায় বিশিষ্ঠ দেশটিতে গোষ্ঠী-সংঘর্ষের ঘটনা লেগেই রয়েছে। ব্রিটেনের সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসেব অনুযায়ী, সংঘর্ষে মোট ৭৪৫ জন সাধারন মানুষ, ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনী ও ১৪৮ জন আসাদ-পন্থী বাহিনী নিহত হয়েছেন। এখনো বহু জায়গায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়াকে কেন্দ্র করে আসাদ-পন্থী বাহিনী ও আসাদ-বিরোধী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। ক্ষমতা দখলের এই লড়াইতে, নতুন সরকারের সমর্থকরাও আসাদ-বিরোধী বাহিনীকে মদত দিচ্ছে।

প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল-আসাদের পুরনো ঘাঁটি ও ক্ষমতার কেন্দ্রস্থল লাতাকিয়া প্রদেশ লাগাতার চলতে থাকা এই সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাম্প্রতিক শুরু হওয়া এই রক্তপাত, বিগত ১৪ বছর ধরে চলতে থাকা সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যে ঘটে যাওয়া অন্যতম বড় ঘটনা বলে পর্যবেক্ষকদের অভিমত।