
বিগত কয়েকদিনযাবৎ সমাজ মাধ্যমে কার্যকলাপের জন্য পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে পড়তে হলো চূড়ান্ত কটাক্ষের মুখে। নেটিজেনদের মারফত অভিনেত্রীকে চূড়ান্ত কটাক্ষ এবং ট্রলের মধ্যে পড়তে হয়েছে। পাকিস্তানের এই অভিনেত্রীর অনুগামীদের সংখ্যা কিছু কম নয়। হানিয়া আমিরের অনুরাগীদের সংখ্যা ভারতবর্ষেও লক্ষ্য করা যায়।

কিছুদিন আগে হোলি উপলক্ষে ভারতীয় অনুগামীদের শুভেচ্ছা বার্তা জানান, পাকিস্তানের নামজাদা অভিনেত্রী হানিয়া আমির। তিনি অনুরাগীদের উদ্দেশ্য করে লেখেন, “একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বোলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।”
এর পরেই সমাজ মাধমে পাকিস্তানি ভক্তদের চূড়ান্ত আক্রমণের শিকার হতে হয়। অভিনেত্রীর পোস্ট সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বহু অনুরাগীরা তাকে পাল্টা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।