পার্থর মন্তব্য দুর্ভাগ্যজনক, দিলীপের মন্তব্য ভিত্তিহীনঃ নির্বাচন কমিশনার সুনীল অরোরা

নিউজ ডেস্ক : গতকালের পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য দুর্ভাগ্য জনক! কখনো এমন কথা আশা করা যায় না। পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্য কে ভিত্তিহীন বলে জানিয়েছেন মুখ‍্য নির্বাচন কমিশন সুনীল আরোরা। রাজ‍্য ভোটের তিন মাস আগে কোন কেন্দ্রীয় বাহিনী আসবে না। তবে পশ্চিমবঙ্গের দিকে কমিশন নজর রেখেছে। এই বছরের বিধানসভা নির্বাচনে সমস্ত বুথগুলি বিল্ডিংয়ের নিচু তলায় করা হবে। এই বছর এক হাজার বুথের সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে ২২ হাজার বুথ হয়েছে। জেলার কিছু ডিএম রা কোভিড নিয়ে ভালো রিপোর্ট দিয়েছেন। আগামী দিনে রাজ‍্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বুঝে ঠিক করা হবে। ভোট ঘোষণার পর কোন বাইক র‍্যালি করা যাবে না। যা এই প্রথম এই ধরনের নিয়ম চালু করল কমিশন। সিভিক ভল্টেনটিয়ার বা সবুজ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। কতজন অবজারভার আসবে তা কমিশন ঠিক করবে। মানি পাওয়ার বা মাসাল দিয়ে ভোট নয়।

ভোটার তালিকায় রোহিঙ্গা বাংলাদেশী অনুপ্রবেশকারিদের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করেছিল দিলীপ ঘোষ। বিজেপির এই দাবীর পরিপ্রেক্ষিতে সুনীল অরোরা জানান কোন রিভিউ হবে না ভোটার তালিকায়।

Latest articles

Related articles