অপসারিত কালিয়াচক -২ ব্লকের পঞ্চায়েত সমিতির দলীয় সভাপতি

এনবিটিভি ডেস্ক:কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির দলীয় সভাপতিকে অপসারণ করল তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যরা ।

মঙ্গলবার পঞ্চায়েত সমিতির তলবি সভায় ২২ জন সদস্যের মধ্যে অনাস্থা কারী ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সভাপতি পক্ষের কোনো সদস্য এদিন সভায় উপস্থিত হননি।

কালিয়াচক- ২ নম্বর ব্লকের বিডিও রামল সিং বিরদী জানিয়েছেন ,” পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠ সদস্য সভাপতির বিরুদ্ধে একটি অনাস্থা এনেছিলেন। আজ ছিল তলবি সভা। তলবি সভায় সভাপতি পক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন না।৷ অনাস্থা কারী ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন। ফলে ০-১৪ ভোটে হেরে সভাপতি অপসারিত হলেন।”

এদিন যারা তলবি সভাতে উপস্থিত ছিলেন তাঁরা হলেন তৃণমূলের সাতজন, বিজেপির পাঁচজন, কংগ্রেসের দুজন।

অনাস্থাকারীদের মধ্যে পঞ্চায়েত সমিতির সদস্য আমিনুর রহমান (লিপু)  সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সভাপতি সাহেব আমাদের নিয়ে কাজ করতেন না, এমনকি ভোটের সময় দল বিরোধী কাজ করেছেন। তাই তার বিরুদ্ধে আমরা অনাস্থা ডেকেছিলাম।

Latest articles

Related articles