যাত্রীবোঝাই মিনি বাসের চাকা ফেটে দূর্ঘটনা, মৃত এক ও আহত পনেরো

এনবিটিভি: এদিন মালদা রতুয়া রাজ্য সড়কের কাজিরোড এলাকায় একটি চলমান যাত্রীবোঝাই মিনি বাসের দূর্ঘটনা ঘটতে দেখা যায়।জানাযায়, পুখুরিয়া থানার পরানপুর এলাকা থেকে এই যাত্রী বোঝাই মিনি বাসটি ইংরেজ বাজার থানার পিরানা পীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলো। হঠাৎই, মাঝপথে গাড়ির চাকা ফেটে দূর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক এই দুর্ঘটনার জেরেই উল্টে যায় যাত্রী বোঝাই মিনি বাস। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে আড়াই ডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখান থেকেই আশঙ্খাজনক অবস্থায় আহতদের স্থানীয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

সেখানেই চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম,ভোম্বল দাস(২৮)।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Latest articles

Related articles