
কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কাশ্মীরি মুসলিমদের উপর আক্রমণ ক্রমশ বেড়েছে। সম্প্রতি উত্তরাখণ্ডের মুসৌরিতে দুই কাশ্মীরি শাল ব্যবসায়ীর উপর বজ্জরং দলের কিছু সদস্য নির্মমভাবে হামলা করে। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই দুই কাশ্মীরি যুবককে মারধর ও গালাগালি করছে। পুলিশ সাহায্য না করে উল্টো তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়।
পরে এই ঘটনার তিন জন অভিযুক্ত—সুরজ সিং, প্রদীপ সিং এবং অভিষেক উনিয়াল—কে গ্রেপ্তার করে উত্তরাখণ্ড পুলিশ।
এদিকে, আরও প্রায় ১৬ জন কাশ্মীরি ব্যবসায়ী, যারা কুপওয়ারার বাসিন্দা, তাদের ভয় দেখানো হয় এবং জোর করে ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। তারা এখন কাশ্মীরে ফিরে গেছে। অনেকে জানিয়েছেন, লক্ষাধিক টাকার মালপত্র ফেলে আসতে হয়েছে।
এই ঘটনার ফলে মুসৌরিতে কাশ্মীরি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক এবং আর্থিক ক্ষতির ছবিও সামনে আসে।