১ লা এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে

নিউজ ডেস্ক : দেশে দ্বিতীয় দফার করোনার ঢেউ আছড়ে পড়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আগামী ১লা এপ্রিল থেকে দেশের ৪৫ বছরের উর্ধ্বে সমস্ত ব্যক্তিকে করনা ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে। আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

 

করোনা টিকাকরন শুরু হবার পরে সর্বপ্রথম এই কর্মসূচির আওতায় নেওয়া হয় দেশের সমস্ত স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী এবং ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের। এবার ৪৫ বছরের উর্ধ্বে সমস্ত ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশে ভ্যাকসিনের যথেষ্ট ভান্ডার মজুত রয়েছে বলেও জানিয়েছেন প্রকাশ জাভড়েকর। কিছুদিন আগে লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছিলেন দেশের সমস্ত নাগরিক করোনা ভ্যাকসিন পাবেন না জানিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। উল্লেখ্য দেশের করোনা আক্রান্তের সংখ্যা গত ৫ দিনে দ্রুত গতিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। গতকাল সারাদেশে মোট আক্রানের সংখ্যা ছিল ৪১ হাজারের বেশি। সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ও হ্রাস পাচ্ছে ফলে বৃদ্ধি পাচ্ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা।

Latest articles

Related articles