মানুষ আর শালিকের প্রেমে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া

পূর্ব বর্ধমানের বালিজুড়ি গ্রামের বাসিন্দা রাজীব ও তাঁর মিঠুর প্রেমকাহিনীতে মজেছে গোটা গ্রাম। এ মীঠু কিন্তু কোনো মেয়ে নয়,এ মিঠু এক শালিক পাখি।নামটা রাজীব  ভালোবেসেই দিয়েছেন।
কাজের জায়গা থেকে হাট বাজার রাজীবের সর্বক্ষণের সঙ্গী এই শালিক। মাস দুয়েক আগে গাছের নীচে আহত অবস্থায় শালিকটিকে উদ্ধার করে বাড়ি এনে তার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিলেন রাজীব। সুস্থ হয়েও রাজীবকে ছেড়ে প্রকৃতিতে ফিরে যায়নি তার মিঠু। রাজিব জানিয়েছেন,ভাত, মুড়ি কিম্বা বিস্কুট খেয়েই সন্তুষ্ট হয় মিঠু। স্থানীয় বাসিন্দাদের দাবী, রাজীব এবং মিঠু একে অন্যের ভাষা বোঝে। রাজীব এবং মিঠুর প্রেমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে  সোশ্যালমিডিয়ায়। নানা প্রান্ত থেকে মানুষ তাদের নির্ভেজাল প্রেমকাহিনী দেখতে ছুটে আসছেন রোজই। সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়ার সেনসেশন এখন রাজীব আর মিঠুর মিষ্টি প্রেম।

Latest articles

Related articles