কবরস্থানের কাজে দুর্নীতির অভিযোগ, রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

এনবিটিভি, মুর্শিদাবাদঃ কবরস্থানের কাজের দুর্নীতির অভিযোগ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর এলাকার ঘটনা। এদিন সকাল আটটা নাগাদ জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কের ভাদুরিয়া পাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন তারা।

এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূলের প্রধান ও বুথ সভাপতির দিকে। স্থানীয় সূত্রের খবর, কবরস্থানের উন্নয়ন ও এমজিএনআরজি-এর প্রকল্পের জন্য প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকার কাজ হয়েছে এমন দেখানো হয়েছে। যদিও কাজ বলতে হয়েছে সামান্য কিছু জঙ্গলের পরিষ্কার। এলাকাবাসীদের দাবী, কাজের নাম করে টাকাটা দুর্নীতি করেছে স্থানীয় প্রধান ও বুথ সভাপতি।

যদিও এই অভিযোগ তারা ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান।

রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখলে পরবর্তীতে জলঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বিক্ষোভ তুলে দেয়।

বিস্তারিত দেখুন……………

Latest articles

Related articles