পাকা রাস্তা টিকল না একদিনও, পুনরায় রাস্তার দাবী এলাকাবাসীর

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর উত্তর চক্রের বামুনিয়া এলাকায় গতকাল পাকা রাস্তা তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে। আজ সকালে এলাকার শিশুরা খেলতে খেলতেই তুলে ফেলছে পিচ। অবাক লাগছে তো ? ভাবছেন বাচ্চারা কি ভাবে তুলছে পিচ? কিন্তু এমনটাই ঘটেছে আজ।

এলাকার মানুষের অভিযোগ বহুদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় পরে ছিল। এতদিন পর প্রশাসনের ঘুম ভাঙায় হঠাৎ নেমেছেন রাস্তা করতে। ধুলো ভরা রাস্তার উপরেই ঢেলেছে পিচ,তাও আবার হাফ ইঞ্চির। এলাকার মানুষ বারংবার ধুলোর উপর পিচ দিতে মানা করলেও সে কথায় কর্ণপাত করেননি রাস্তা নির্মাতারা। ফল ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাকে। রাস্তার মেয়াদ একদিনও স্থায়ী হলনা। এলাকার মানুষ পুনরায় সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবী জানাচ্ছেন।

Latest articles

Related articles