আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পরপর দুদিন পেট্রপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও আজ আবার বাড়ল। মুম্বাইয়ে সেঞ্চুরি পার করল পেট্রোল।
আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭৬ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৮৮.৫১ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের লিটারপ্রতি দাম ১০০.৯৮ টাকা। ডিজেলের দাম ৯২.৯৯ টাকা প্রতি লিটার। রাজধানী দিল্লিতেও অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল। সেখানে পেট্রোলের লিটারপ্রতি দাম ৯৪.৭৬ টাকা ও ডিজেল ৮৫.৬৬ প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২৩ টাকা ও ডিজেল ৯০.৩৮ টাকা। মুম্বইয়ে গত ২৯ মে সেঞ্চুরি করেছে লিটার প্রতি পেট্রোলের দাম।
বৃহস্পতিবার এই ৪ মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দাম পর্যায়ক্রমে, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৯৪.৪৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৫.৩৮ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭২ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৯২.৬৯ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৪.৫০ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৮৮.২৩ টাকা। দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে পেট্রোলের দাম রয়েছে ৯৫.৯৯ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৯০.১২ টাকা।