এনবিটিভি, ওয়েব ডেস্ক: শনিবার ভোটমুখী রাজস্থানে দলীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি আক্রমন করলেন কংগ্রেসকে। ‘লুটের দোকান, মিথ্যের বাজার’ তকমা দিলেন কংগ্রেসকে।
তিনি বলেন, “গত ৪ বছরে কংগ্রেস নেতা-মন্ত্রীরা অন্তর্কলহে ব্যস্ত ছিল। রাজ্যের জন্য কিছু করেনি। এমনকী রাজস্থানবাসীর জন্য কেন্দ্রীয় প্রকল্প থাকলেও তা বাস্তবায়িত করেনি রাজ্য সরকার। বিজেপি নাগরিক সুবিধার পরিকল্পনা করেছে, কংগ্রেস রাজ্যবাসীর ক্ষতি করেছে।কংগ্রেসের অর্থ লুটের দোকান, মিথ্যের বাজার।”