“সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে পুলিশের সচেতনতা শিবির

কুলটি: “সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বাইপাস জাতীয় সড়ক রামপুর এমভিআই দপ্তরের সামনে।এদিন এই “সেফ ড্রাইভ,সেভ লাইফ” অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের অবগত করা হয়,যেন বাইক চালানোর সময় সবাই হেলমেট ব্যবহার করেন এবং রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগনাল দেখে রাস্তা পার করেন।

এই “সেফ ড্রাইভ,সেভ লাইফ” সচেতনতা শিবিরে আসা সাধারণ মানুষদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ কুলটি থানার ভারপ্রাপ্ত অধিকারিক, চৌরাঙ্গী ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক। এছাড়া উপস্থিত কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক সহ আরো পুলিশ কর্মী।

Latest articles

Related articles