কেরালার পালাক্বদ পৌর ভবনের ওপর বিজেপির “জয় শ্রী রাম” এর ব্যানার টাঙানোর বিরুদ্ধে ব্যাবস্থা নিল পুলিশ

নিউজ ডেস্ক : সাম্প্রদায়িকতার রাজনীতি কেরালার জনগন গ্রহণ না করলেও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প কেরালার রাজনীতিতে জোর করে প্রবেশ করানোর চেষ্টা করছে বিজেপি। সাম্প্রতিক সময়ে সংঘটিত হওয়া স্থানীয় সরকার নির্বাচনে একটু উদারতা দেখিয়েও কেরালার রাজনীতিতে নিজেদের উপস্থিতি প্রমাণ করতে ব্যার্থ হওয়া বিজেপি আবার নিজেদের সাম্প্রদায়িক ধারায় ফিরে গিয়েছে হিন্দুত্ববাদের আস্ফালনের মাধ্যমে। কেরালার ৮৬ টি পৌরসভার মধ্যে মাত্র ২ টিতে জয় লাভ করেছে বিজেপি। তার মধ্যে একটি হলো পালাক্কাদ। সেই পৌর সভাতে বিজেপির জয়ের পর বুধবার পুরভবনের ওপর থেকে বিশাল “জয় শ্রী রাম” লেখা ব্যানার টাঙিয়ে দেয় বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থকরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দিতে থাকে। বিজেপির রাজ্য মুখপাত্র ট্যুইট করে বলেন পালাক্কাদ হলো কেরালার গুজরাট। ঘটনা দেখে পৌরসভার সেক্রেটারি স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে বলেন, একদল বিজেপি সমর্থক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে।

পুলিশ উপস্থিত বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জেলার পুলিশ প্রধান স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট এর থেকে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন।

Latest articles

Related articles