যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে ৩০টি বোমা উদ্ধার করল পুলিশ

এনবিটিভি ডেস্ক: যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে বাস থেকে ব‍্যাগ বন্দী অবস্থায় ৩০ টি দেশী বোমা উদ্ধার করলো পুলিশ ।

গতকাল রাত্রি ১১ টা ১৫ নাগাদ পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা সূত্র মারফত খবর পেয়ে পানাগড় থেকে বাসটির পিছু নেয়। আসানসোলের কুলটির কাছে বাসটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। দু ‘নম্বর জাতীয় সড়কের উপর কুলটির ডুবুরডিহি মোড়ের কাছে কুলটি থানার পুলিশ ও পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ ওই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৩০ টি তাজা বোমা । ব‍্যাগে থাকা নথি থেকে জানা গিয়েছে , কলকাতা থেকে বোমাগুলি ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছিলো ।

৩০ টি দেশী বোমার প্রতিটির মূল‍্য ১০০০ টাকা । চিরকুটে লেখা থেকে জানা গিয়েছে , ঝাড়খন্ডে সফি মহম্মদ ভাই নামে কারো কাছে পাঠানো হচ্ছিলো বোমাগুলি । কলকাতার ও দুই ব‍্যক্তির নাম লেখা রয়েছে চিরকুটে । লেখা রয়েছে একটি কোড নম্বর ১২৪৬১ । সমস্ত কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ ।

Latest articles

Related articles