ন্যায় সংহিতায় পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো হয়নি : অমিত শাহ

ন্যায় সংহিতায় পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন, নতুন তিন ফৌজদারি আইন আগের মতোই ১৫ দিনের পুলিশি হেফাজতের নিয়ম থাকছে। যদিও হেফাজতের দিনক্ষণ বাড়ানো হচ্ছে বলে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে।

অমিত শাহ বলেন, আমি পরিষ্কার করে দিতে চাই যে ভারতীয় ন্যায় সংহিতায় আগের মতোই ১৫ দিনই থাকছে পুলিশি হেফাজতের মেয়াদ। আগের নিয়মে পুলিশি হেফাজতের পনেরো দিন অভিযুক্ত হাসপাতালে কাটালে ফুরিয়ে যেত হেফাজতের মেয়াদ। নতুন ন্যায় সংহিতায় ১৫ দিনের হেফাজতের মেয়াদ নিয়ম থাকলেও প্রয়োজনে সর্বোচ্চ ৬০ অবধি অভিযুক্তকে হেফাজতে রাখতে পারে পুলিশ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রদেশের গোয়ালিওরে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে প্রথম মামলাটি দায়ের হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের মামলা দায়ের হয়েছে। দিল্লির রাস্তার হকারের বিরুদ্ধের মামলাটি ন্যায় সংহিতার প্রথম মামলা নয়। কারণ পরে পুনর্বিবেচনার জন্য ওই মামলা তুলে নেয় পুলিশ।

Latest articles

Related articles