পশ্চিম বর্ধমান,আসানসোল ঃ টোটো চালকদের হয়রানি করে টাকা নেওয়া হচ্ছে | এই অভিযোগ তুলে আসানসোলের বার্নপুরে ডিসি ট্রাফিকের অফিসে স্মারকলিপি জমা দিলো কংগ্রেস।
বৃহস্পতিবার কংগ্রেসের নেতা ও কর্মীরা চিত্রা মোড় থেকে মিছিল করে বার্নপুরে ডিসি ট্রাফিক অফিসে পৌছায়। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী বলেন, “টোটো চালকদের কাগজ চাওয়ার নামে করে পুলিশ টাকা নিচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে। এর পাশাপাশি পুজোর মরসুমে আসানসোলে যানজটমুক্ত করতে হবে। এদিন এছাড়াও বিভিন্ন দাবিতে এই কর্মসূচি করা হয়েছে। এমনকি কংগ্রেসের তরফে ডিসি ট্রাফিক অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে । এদিনের কর্মসূচিতে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী, শাহ আলম সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।