বুদবুদ বাইপাস থেকে পুলিশ আটক করল কয়লা বোঝাই লরি

এনবিটিভি ডেস্ক: মঙ্গলবার রাত্রে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের বুদবুদ থানার পুলিশ একটি কয়লা বোঝাই লরি আটক করলো বুদবুদ বাইপাসের দু ‘নম্বর জাতীয় সড়ক থেকে।

আটক করা হয় লরির চালক ও খালাসীকে। ধৃত চালক ও খালাসির নাম সুকেশ কুমার ও দীপক কুমার। চালক ও খালাসি দু জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। আটক হওয়া লরিটি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে কোলকাতা যাচ্ছিলো বলে পুলিশ সূত্রে খবর।

রানীগঞ্জ থেকে কোলকাতা যাওয়ার সময় বুদবুদ থানার পুলিশ লরিটিকে আটকে নথি পত্র দেখতে চাইলে লরির চালক বৈধ নথিপত্র দেখাতে না পারায় লরি সহ চালক ও খালাসীকে গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক লরির চালক ও খালাসীকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Latest articles

Related articles