পঞ্চায়েত নির্বাচন: সিউড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ; তারাপীঠে তৃণমূল প্রার্থীর দোকানে আগুন

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতে সিউড়ি থানা এলাকার চাঙ্গুরিয়া গ্রামে কিছুজন একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেখানেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজেপি কর্মীরা অভিযোগ তোলেন যে শাসক দলের কর্মীরা তাঁদের বাড়ি ভাঙচুর করেছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা তাঁদেরকে মারধর করেছে। সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একজনকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

তারাপীঠেতৃণমূল প্রার্থী সেরিনা খাতুনের দোকান ও গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। জানা গিয়েছে, চাঁদ সুলতানার কাছে পরাস্ত হন সেরিনা। তারপরেই সেরিনার দোকানে আগুন ধরানোর অভিযোগ ওঠে। আগুনে ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে পুলিশ জানিয়েছে।

Latest articles

Related articles